
প্রকাশিত: Fri, Dec 29, 2023 8:03 PM আপডেট: Tue, Jul 1, 2025 3:37 PM
[১]আক্কেলপুরে ৩৫ হেক্টর জমিতে গাজর চাষ, দামে খুশি নন কৃষক
সাদমান শুভ, আক্কেলপুর (জয়পুরহাট): [২] জয়পুরহাটের আক্কেলপুরে চলতি মৌসুমে কিটনাশক ছাড়াই দ্বিগুন গাজর চাষ হয়েছে। গাজর হাট বাজারে ওঠতে শুরু করেছে। চলতি মৌসুমে সব ধরণের সবজির এবং বীজের দাম গত বছরের তুলনায় দ্বিগুন হলেও গাজরের দাম অপরিবর্তিত রয়েছে।
[৩] সরজমিনে দেখা গেছে, কৃষক কৃষাণীরা বাজারে বিক্রীর জন্য ক্ষেত থেকে গাজর তুলছেন। তাদের সাথে আলাপ কালে কৃষকরা জানালেন, চলতি মৌসুমে সব রকমের সবজির দাম এবং গাজর বীজের দাম বাড়লে ও দাম বাড়েনি গাজরের, এমন আক্ষেপ চাষিদের। গত বছরের তুলনায় এবার গাজর চাষ করে তাদের লোকশানের সম্ভবনা মোটেও করছেন না গাজর চাষিরা।
[৪] কৃষকরা আরো জানালেন গাজর চাষে কোন কিটনাশক ব্যবহার করতে হয় না। রোগ বালাইও অনেক কম। এ জন্য অন্যান্য ঝুঁকিপূর্র্ণ ফসলের চাষ কমিয়ে গাজর চাষের দিকে ঝুঁকছেন এখানকার বেশি কৃষক। তাছাড়া গাজরের সাথে রোপন করেছেন বেগুনের চারা। গাজর বিক্রী শেষ হওয়ার সাথে সাথে বেগুন গাছের পরিচর্যা করলে সল্প সময়র মধ্যে বেগুন ধরবে এবং তা বাজার জাত করতে পারবেন। এমন সাথী ফসলের চাষ অধিকাংশ গাজর ক্ষেতের মধ্যে পরিরক্ষিত হয়েছে।
[৫] এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইমরান হোসেন ও কৃষি সম্প্রসারণ কর্তা আরাফাত সুলতানা ফেরদৌসী জানিয়েছেন, চলতি মৌসুমে প্রায় ৩৫ হেক্টর জমিতে গাজরের চাষ হয়েছে। যা গত বছরের তুলনায় দ্বিগুন। রোগ বালাই কম থাকায় দিন দিন এ উপজেলার বিশেষ করে রুকিন্দিপুর ইউনিয়নের আউয়ালগাড়ি ও রোয়ার গ্রামের কৃষকরা গাজর চাষে উৎসাহিত বেশি হচ্ছেন।
[৬] উপজেলা সদরের কলেজ বাজার হাটে গিয়ে গাজর চাষী আউয়াল গাড়ি গ্রামের দুলাল হোসেন, আজাহার আলী,আব্দুল লতিফ, রোয়ার গ্রামের আবু কালাম, মোজাফ্ফর খাঁ,ওছমান আলী, মিজানুর রহমান এর সাথে গাজর চাষ বিষয়ে কথাবলে জানা গেল, সবেমাত্র তারা ক্ষেত থেকে গাজর ওঠাতে শুরু করেছেন। পাইকারী বাজারে প্রতিমন গাজর বিক্রী হচ্ছে ১ হাজার থেকে ১২শ টাকা মণ দরে। (প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা)। তারা চলতি মৌসুমে প্রতিবিঘায় ১শ থেকে ১শ ২০ মণ হারে তাদের ক্ষেতে গাজর উৎপাদনের আশা করছেন।
[৭] তারা আরো জানালেন বর্তমানে বাজারে সব ধরনের সবজির দাম গত বছরের তুলানায় অনেক বাড়তি হলেও বর্তমান পাইকারী বাজারে গাজরের দাম পাচ্ছি গত বছরের মতোই। কিন্তু এবার গাজরের বীজ আমাদেরকে কিনতে হয়েছে গত বছরের তুলনায় অনেক বেশিতে। চলতি মৌসুমে গাজর চাষ করতে প্রতি বিঘায় সব মিলিয়ে খরচ হয়েছে প্রায় ৭০ থেকে ৭৫ হাজার টাকা। প্রতি বিঘা গাজর থেকে প্রায় ১ লক্ষ ২৫ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন এমনটাই দাবি গাজর চাষিদের।